English
শনিবার ২৭ এপ্রিল ২০২৪
...

চলে গেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামান 

মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান

ঢাকা, ২৫ এপ্রিল ২০২০, শনিবারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান (৮৫) আর নেই।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল বলেন, "বাবার প্রথম জানাজা শনিবার রাতে ঢাকার গুলশান... বাসায় অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচিতে অনুষ্ঠিত হবে।" আসাদুজ্জামান বর্তমান সংসদ সদস্য অপরাজিতা হকের বাবা এবং একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর শ্বশুর।

খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে ১৯৯৬ সালের জুন মাসের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।




মন্তব্য

মন্তব্য করুন